আপনজন ডেস্ক: ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি অনেকটা ঘোষণার সুরেই বলেছিলেন, তাঁর আর কিছু চাওয়া-পাওয়ার নেই। তিনি এমনটা বলছেন ঠিক, কিন্তু বিশ্বকাপের পরও তো তাঁর ভালো খেলা থেমে নেই। তাই তো এখনো একের পর এক পুরস্কার জিতে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা। কিছুদিন আগেই মেসির হাতে উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। ক্যারিয়ারে এটা মেসির অষ্টম ব্যালন ডি’অর জয়। এবার মেসি জিতলেন আরেকটি পুরস্কার। ২০২৩ মৌসুমে ইন্টার মায়ামির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি। ২০২৩ মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা এমভিপি হিসেবে মেসির নাম ঘোষণা করেছে মায়ামি।
মায়ামির মৌসুম ফেব্রুয়ারিতে শুরু হলেও মেসি পিএসজি থেকে এসে যোগ দেন জুলাইয়ে। প্রথম থেকেই মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে দুর্দান্ত ছিলেন মেসি। ক্লাবের হয়ে প্রথম ১৪ ম্যাচে করেছেন ১১ গোল, আরও ৮ গোলে আছে সহায়তা। মেসির এই নৈপূণ্যে ভর করে ইন্টার মায়ামি পেয়েছে নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা। মায়ামিকে লিগস কাপের সেই শিরোপা জেতাতে টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন মেসি। হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
এর আগে ইন্টার মায়ামির এমভিপি পুরস্কার জিতেছেন লিওনেল মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ গঞ্জালো হিগুয়েইন ও লুইস মরগান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct