নিজস্ব প্রতিবেদক, মুর্শিদাবাদ, আপনজন: গত ১লা অক্টোবর ২০২৩ সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের অডিটোরিয়ামে পৌলমী প্রকাশনী এবং প্রগতি হেল্প এন্ড কেয়ার ফাউন্ডেশনের বার্ষিক অনুষ্ঠান-বই প্রকাশ -কৃতি ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশনের অধ্যক্ষ বিশ্বময়ানন্দজী (তুষার) মহারাজ, বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী, বাংলাদেশের কবি কাজী নূর, কৃষি বিজ্ঞানী ড: অর্চনকান্তি দাস, কবি ও অধ্যাপিকা কাবেরী দাস মহাপাত্র, চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, লেখক ও গবেষক সঞ্জয় রায়, গাছ ও বটপ্রেমী শ্যামল জানা, কবি-সাংবাদিক আসাদ আলী, বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা, বিশিষ্ট প্রাবন্ধিক অজিতেশ নাগ, বিশিষ্ট সংগঠক ও শিক্ষক সাজাহান মন্ডল, আমিনুল ইসলাম, শিক্ষক অশোক কুমার দাস, আয়োজক কমিটির কর্নধার সুখময় সাহা প্রমুখ। অনুষ্ঠানে বই প্রকাশের পাশাপাশি কৃতি ও সফল ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় । অনুষ্ঠানে নদিয়া জেলা প্রাণী সম্পদের সহ অধিকর্তা ও বিশিষ্ট সমাজসেবী ডা. সারিকুল ইসলামকে এবারের Humanitarian Excellence Service Award -2023 প্রদান করা হয়। সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলা ও বাংলাদেশ থেকে দুই শতাধিক গুণীজন, কৃতী ব্যক্তিত্ত্ব ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। পৌলমী প্রকাশনী থেকে প্রকাশিত হয় সঞ্জয় রায়ের কাব্যগ্রন্থ প্রান্তজনের কবিতা, তিন শিক্ষক যথা কিশোর কুমার দাস, বিশ্বজিৎ দত্ত ও নরেশ চন্দ্র হালদারের লেখা প্রশ্নোত্তরে বিদ্যাসাগর, যৌথ সংকলন সোনালী ক্যানভাস ও শারদ সংখ্যার ম্যাগাজিন শিউলি। বইগুলি সম্পাদনা করেন সংস্থার কর্ণধার শিক্ষক সুখময় সাহা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct