আপনজন ডেস্ক: ওপেনার উসমান খাজার অনবদ্য সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। ১০৪ রানে অপরাজিত আছেন খাজা। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে দারুণ সূচনা করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও খাজা। ৬১ রানের জুটি গড়েন তারা। ৩২ রান করা হেডকে শিকার করে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ৩ রানে বোল্ড করেন পেসার মোহাম্মদ সামি। ৭২ রানে ২ উইকেট পতনের পর অস্ট্রেলিয়ার হাল ধরেন খাজা ও ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন তারা। জুটিতে ৭৯ রান যোগ করার পর স্মিথকে আউট করেন আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। ৩টি চারে ৩৮ রান করেন স্মিথ। স্মিথের বিদায়ে উইকেটে এসে সামির দ্বিতীয় শিকার হয়ে ১৭ রানের বেশি করতে পারেননি পিটার হ্যান্ডসকম্ব। দলীয় ১৭০ রানে হ্যান্ডসকম্ব ফেরার পর জুটি বেঁধে দিনের খেলা শেষ করেন খাজা ও ক্যামেরুন গ্রিন। দিনের খেলার শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি দিয়ে ১৪তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন খাজা। ১৫টি চারে ২৫১ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন খাজা। ৮টি চারে ৪৯ রানে অপরাজিত আছেন গ্রিন। ভারতের সামি ২টি, অশ্বিন ও জাদেজা নেন ১টি করে উইকেট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct