আপনজন ডেস্ক: সৌদি আরব ও ফ্রান্সের যৌথ আয়োজনে ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। আরব লিগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, আরব লিগের সহকারী মহাসচিব হুসাম জাকি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া নিয়ে সম্মেলনটি ১৭ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে, যার সহ-সভাপতিত্ব করবে সৌদি আরব ও ফ্রান্স।’
তবে সম্মেলনের স্থান সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
এই ঘোষণা এসেছে এমন একসময়ে, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। জাকি আরো বলেন, ‘এই সম্মেলনের মূল লক্ষ্য হলো জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ববর্তী একটি প্রস্তাব বাস্তবায়ন এবং প্যালেস্টাইন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধান প্রক্রিয়াকে ত্বরান্বিত করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct