আপনজন ডেস্ক: লস অ্যাঞ্জেলসে হামলার ৪৮ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে ফের বন্দুক হামলা হয়েছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছেন। এর আগে শনিবার লস অ্যাঞ্জেলসে বন্দুক হামলা ঘটে। ঐ হামলায় ১১ জন নিহত হয়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩টি আলাদা স্থানে এসব হামলার ঘটনা ঘটে। সান ফ্রান্সিসকোর দক্ষিণে, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র খামারে দুটি কন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct