সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে কয়েকদিন যাবৎ। আজ শুক্রবার সেই যাত্রার কনভয় বীরভূম জেলার রামপুরহাট এলাকা ছুঁয়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করে ।ঠিক তখনই বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় রাহুল গান্ধীর কনভয়ে থাকা এম্বুলেন্স ধাক্কা মারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও এসওজি ওসির গাড়িতে।ঘটনার প্রেক্ষিতে ৩ টি গাড়ি সহ ২ জন চালককে আটক করে বীরভূম জেলা পুলিশ। যদিও ভারত জড়ো ন্যায় যাত্রার কনভয় ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে গিয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ ছিল পঞ্চম দিন ছিল৷ এদিন মাধ্যমিক পরীক্ষা থাকায় কংগ্রেসের উক্ত কর্মসূচির অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। তাই একপ্রকার জাঁকজমকহীন ভাবেই প্রায় ৫৫ কিলোমিটার ন্যায় যাত্রা করলেন রাহুল গান্ধী। সেইসাথে ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ নেতৃত্ব ৷ প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল৷ মধ্যাহ্ন ভোজনের জায়গায় কংগ্রেস কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের৷ এরপর রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রা বেরিয়ে যায় ঝাড়খণ্ডের উদ্দেশ্যে৷ ঝাড়খণ্ড ঢোকার মুখে রাহুল গান্ধীর কনভয়ে থাকা এম্বুলেন্স ধাক্কা মারে বীরভূমের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) সুরজিৎ কুমার দে ও এসওজি -র ওসি জাহিদুল ইসলামের গাড়িতে৷ঘটনায় কেউ গুরুত্বর জখম হয়নি। বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “একটা দুর্ঘটনা ঘটেছে। ৩ টি গাড়ি ও ২ জনকে আটক করা হয়েছে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct