দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার গাজোলের একটি গ্রামে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ চাঞ্চল্য গাজোল এলাকায় দুই অভিযুক্ত ধরে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে হাসপাতালে ভর্তি দুইজন।মালদহের গাজোল ব্লক এলাকায়। এক বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ তিন যুবক মিলে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে।মাঠে ছাগল গরু আনতে গিয়ে ওই মহিলাকে তিনজন যুবক জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে সেই পরিস্থিতিতে নির্যাতিতা কোনোভাবে পালিয়ে এসে প্রতিবেশীদের ঘটনাটি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানতে পেরে গিয়ে দুই অভিযুক্ত যুবককে ধরে ফেলে এবং ব্যাপক মারধর করে এলাকাবাসী। পরে খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। আহত অবস্থায় দুই যুবককে আটক করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক বলে জানা গেছে।
অপরদিকে, নির্যাতিতা বিধবা মহিলাকেও গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি মহিলার সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
এদিকে ধর্ষণের অভিযোগের ওই অভিযুক্ত দের তিনজনকে থানার পুলিশ গ্রেফতার করেন বলে জানা গিয়েছে।ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct