আসিফ রনি, নবগ্রাম, আপনজন: গভীর রাত্রে কয়লা ভর্তি ১২ চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল নয়ন জলিতে। কোন রকমে প্রানে বাঁচলেন ড্রাইভার ও খালাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় নবগ্রামে।জানা যায়,মুর্শিদাবাদের নবগ্রাম থানার রসুলপুর অঞ্চলের সাঁকোর ঘাট সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে খড়গ্রামের শাহী শেরপুরের দিক হয়ে পাঁচগ্রাম মুখি ১২ চাকা কয়লা বোঝাই করা লরি আসছিল। সেই সময় ডিভাইডার ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাত্রি প্রায় ২ টোর দিকে রাস্তা থেকে খালি নিচু মাঠের উল্টে যায় । ফলে ১ ২ চাকা কয়লা বোঝাই করা লরিটির ফ্রন্ট এক্স সেল পুরোপুরি ভেঙে যায়, তবে লরিটির ড্রাইভার ও খালাসি প্রাণে বেঁচে যায়। দুর্ঘটনার খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়। লরি থেকে কয়লাগুলি আনলোড করে নবগ্রাম থানায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct