আপনজন ডেস্ক: অর্থ সাহায্যের অভাবে আফগানিস্তানে খাদ্য নিরাপত্তা ও মানবিক সহায়তার চরম ঘাটতি দেখা দিয়েছে। এতে ৬০ লাখ আফগান দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। বুধবার এ তথ্য জানিয়ে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের প্রধান কার্যালয়ে কাবুল থেকে যুক্ত হন সংস্থাটির আফগানিস্তানের সহকারী বিশেষ প্রতিনিধি, বাসিন্দা ও মানবাধিকারের সমন্বয়ক রামিজ আলাকবারব সাংবাদিকদের বলেন, সম্প্রতি অর্থনৈতিক ধাক্কার মানবিক সহায়তার প্রয়োজনের দিকে ধাবিত করছে। তিনি বলেন, শীতকাল এগিয়ে আসছে। আফগানিস্তানের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে নিচে নেমে যাচ্ছে। আমাদের শীতের কার্যবলির প্রস্তুতির জন্য ৭৬৮ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। এছাড়া বছর শেষে আগের আমাদের ৬১৪ মিলিয়ন ডলার প্রয়োজন। জাতিসংঘের তথ্যানুযায়ী, আগামী বছর আফগানিস্তানের তিনভাগের দুইভাগ জনগণের সাহায্য প্রয়োজন। অর্থাৎ দেশটির দুই কোটি ৮০ লাখ মানুষের সহায়তার প্রয়োজন পড়বে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct