আপনজন ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার চিত্রাল জেলায় জঙ্গিদের দমনে চালানো অভিযানে চার সেনা ও ১২ জঙ্গি নিহত হয়েছে। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী চিত্রাল জেলার সাধারণ কালাশে আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দুটি সামরিক চৌকিতে হামলা চালায়। আফগানিস্তানের নুরিস্তান ও কুনার প্রদেশের গওয়ারদেশ, পিটিগাল, বার্গ-ই-মাতাল এবং বাতাশ এলাকায় সন্ত্রাসীদের গতিবিধি ইতিমধ্যেই তুলে নেয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct