আপনজন ডেস্ক: ৩৬তম তেহরান আন্তর্জাতিক বইমেলা (টিআইবিএফ) শুরু হওয়ার দুই সপ্তাহ আগে ২৩০ জন প্রকাশক শিশু-কিশোর বিভাগে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। শিশু ও যুব বিষয়ক বই প্রকাশকদের সাংস্কৃতিক সমিতির একজন বোর্ড সদস্য এই তথ্য জানিয়েছেন।
বোর্ড সদস্য মোহাম্মদ তাকি হাগবিন জানান, “গত বছরের তুলনায় এবারের নিবন্ধিত প্রকাশকের সংখ্যা ৩১ জন বেশি। এছাড়াও ২৮ জন প্রকাশক এজেন্সির মাধ্যমে অংশ নেবে।’’
তিনি আরও জানান, “এই বিভাগে প্রকাশকদের জন্য মোট জায়গা থাকবে ১৩ হাজার বর্গমিটার। যা গত বছরের তুলনায় ২ হাজার বর্গমিটার বেশি।
শিশু ও তরুণদের বিভাগে প্রকাশকরা মোট ৩১ হাজার ৭৯২টি বই উপস্থাপন করবেন। যার সবকটিই ইরান বুক অ্যান্ড লিটারেচার হাউজ থেকে অনুমোদন পেয়েছে বলে জানান হাগবিন।
৩৬তম টিআইবিএফ ৭ থেকে ১৭ মে তেহরানের ইমাম খোমেইনী মোসাল্লায় অনুষ্ঠিত হবে। বইমেলার এবারের আসরের স্লোগান হিসেবে বাছাই করা হয়েছে ‘আসুন ইরানের জন্য পড়ি’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct