আপনজন ডেস্ক: এশিয়ার তিন দেশে শক্তিশালী ঝড় গেইমির তাণ্ডবে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) ফিলিপাইনে আঘাত হানা প্রবল শক্তিশালী টাইফুন এরইমধ্যে তাইওয়ানে আঘাত হেনেছে। এই ঝড় মোকাবেলার প্রস্তুতিতে বন্ধ রাখা হয়েছে তাইওয়ানের অর্থ বাজারগুলো, বহু ফ্লাইটের সূচি বাতিল করা হয়েছে আর ইতোমধ্যে এর তাণ্ডবে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২২০ জন।
বুধবার শক্তিশালী টাইফুনের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও আশপাশের বেশ কয়েকটি শহর। ভারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তাঘাটের পাশাপাশি তলিয়ে গেছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। সম্ভাব্য ক্ষতি এড়াতে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট।
ফিলিপাইন ছাড়াও ঘূর্ণিঝড় গেইমি আঘাত হেনেছে জাপান ও ভিয়েতনামে। দেশটির ওকিনাওয়া ও ইশিগাকা অঞ্চলে ঝড়ের কারণে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে মৌসুমী ঝড়টি। এর প্রভাবে তলিয়ে গেছে নিচু এলাকা। আবহাওয়ার পূর্বাভাসে ভূমিধস নিয়েও সতর্ক করা হয়েছে।
ইশিগাকা অঞ্চল থেকে খুব দ্রুত তাইওয়ান প্রণালীর দিকে পৌঁছেছে গেইমি। এরই মধ্যে প্রণালীটিতে অন্তত একজনের মৃত্যু ও ৫৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে দেশটির উত্তরপূর্ব উপকূলে আঘাত হানে ঝড়টি। এর আগেই বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। এদিকে ভয়াবহ বন্যায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এশিয়ার আরেক দেশ ভিয়েতনামে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct