আপনজন ডেস্ক: দানিউব নদীতে প্রায় ৮২ হাজার লিটার তেল ছড়িয়ে পড়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ২০ কিলোমিটার ভাটিতে একটি বার্জে তেল স্থানান্তরের সময় এ দুর্ঘটনা ঘটে। পানির নমুনা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভয়ভদিনা প্রদেশের পরিবেশ সুরক্ষা দপ্তর জানিয়েছে, তেল একটি সুরক্ষামূলক বাধার মধ্যে আটকে আছে এবং এটি নদীতে ছড়িয়ে পড়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
পানচেভো তেল শোধনাগারে গত ২১ এপ্রিল ঘটনাটি ঘটেছে। সেদিন সেখানে নোভি সাদভিত্তিক তেলজাত পণ্য কম্পানি নাফটাচেমের মালিকানাধীন একটি বার্জে তেল স্থানান্তর করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সম্ভবত বার্জকর্মীদের অবহেলার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
পরিবেশ সুরক্ষা প্রতিষ্ঠান জানিয়েছে, ‘৮২ কিউবিক মিটার ইউরো (মান) ডিজেল ছড়িয়ে পড়েছে এবং জ্বালানিটি বার্জ ঘিরে থাকা সুরক্ষামূলক বাধার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।’
এদিকে দানিউব নদীতে দূষণের মাত্রা ও দায়ীদের চিহ্নিত করতে সরকারি কৌঁসুলির দপ্তর তদন্ত শুরু করেছে।
পানচেভোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক লিলিয়ানা লাজিচ বলেন, ‘পরিদর্শকের চিহ্নিত সাতটি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ চলছে এবং আমরা দেখব ফলাফল কী আসে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct