আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: মুর্শিদাবাদে যখন সংহিংসতা, তখনই সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন দেখা গেল পাশের জেলা নদিয়ায়। মুমূর্ষ এক হিন্দু পরিবারের পাশে দাঁড়ালেন সীমান্তবর্তী চাপড়ার সংখ্যালঘু নেতা তথা বিশিষ্ট সমাজ সেবী জেবের সেখ।
জানা গেছে, কিছুদিন আগে চাপড়ার মাধবপুর গ্রামের বরুণ প্রামানিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত বরুণ প্রামানিক ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। দিন আনা দিন খাওয়া পরিবারে হঠাৎই মৃত্যু হয় বরুনের। তারপর অথৈ জলে পড়ে স্ত্রী ও দুই সন্তান। তাদের সামর্থ নেই শ্রাদ্ধ অনুষ্ঠান করার। দুস্থ সেই পরিবারের কথা শুনে এগিয়ে আসেন জেবের সেখ। শ্রাদ্ধ অনুষ্টানের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সমাজসেবী জেবের সেখ।
আর এই কাজের মধ্য দিয়ে তিনি দেখিয়ে দিলেন কিভাবে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। হিন্দু-মুসলিম ভেদাভেদ করে যারা ক্ষমতায় থাকতে চান তাদের বিষ দাঁত ভেঙে দিলেন সমাজসেবী জেবের সেখ। তিনি অকপটে জানান, আগামী দিন পরিবারের পাশে থাকে শুধুমাত্র সাধ্য অনুষ্ঠানের খরচ নয়। খুবই দুস্থ পরিবার আগামী দিন ওই পরিবারের পাশে সব রকম ভাবে সহযোগিতা করা হবে বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct