নিজস্ব প্রতিবেদক, রাজারহাট, আপনজন: রাজারহাটে নয়ানজুলি ও জলাশয় ভরাটের অভিযোগ। যেখানে জলাশয় ভরাট বন্ধ করতে বারবার সোচ্চার হচ্ছেন মুখ্যমন্ত্রী। কড়া নির্দেশ দিচ্ছেন তিনি প্রশাসনকে। পুলিশ প্রশাসনকে তৎপর হতে বলছেন। তারপরও দেখা যাচ্ছে এই ছবি। প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে। রাজারহাটের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিখরপুর এলাকায় রাস্তার পাশেই চলছে জলাশয় ভরাটের কাজ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জলাশয়তে তারা মাছ ধরত। কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে থেকেই ওই জলাশয়ের ওপর মাটি পড়া শুরু হয়। আর এই কাজ চাঁদপুর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের মদতে হচ্ছে বলেও অভিযোগ। যদিও চাঁদপুর পঞ্চায়েত উপপ্রধান এক্রামুল মোল্লা অভিযোগ অস্বীকার করলেও তার কথায় রয়েছে অসংগতি।
উপপ্রধান এক্রামুল মোল্লা বলেন, জলাশয় ভরাটের বিষয়ে আমি জানিনা। এ বিষয়ে শুনেছি। রাজারহাট থানার আইসি সঙ্গে কথা হয়েছে। আমাদের পঞ্চায়েতের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে। অন্যদিকে, বাগুইআটির পর দমদম। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা মদ কেনার টাকা না পেয়ে অফিস ফেরত যুবকদের ওপর প্রাণঘাতী আক্রমণ । এমনটাই অভিযোগ পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি যুবক।শনিবার মধ্যরাতে দমদম মধুগড়ে অফিস ফেরত যুবকদের উপর হামলা। অভিযোগ অফিস ফেরত যুবকদের উপর আগ্নেয়াস্ত্র, রড, হকি স্টিক দিয়ে মারধর করা হয়। ঘটনায় শ্রীতম চ্যাটার্জি ও সানি সিং নামে দুই যুবক গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাদের দমদম পৌর হাসপাতালে ও পরবর্তী সময় নাগেরবাজার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এই মুহূর্তে শ্রীতম চ্যাটার্জি আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনায় শ্রীতম চ্যাটার্জির বাবা নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেছে। বর্তমানে চোখে গুরুতর আঘাত নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তার অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার ১৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামী ওই অফিস ফেরত যুবকদের কাছে মদ্যপানের জন্য টাকা দাবি করেন। যুবকরা টাকা দিতে অস্বীকার করলে তাদের ওপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রভি সরদার সহ বেশ কয়েকজন দুষ্কৃতি তার ছেলে ও ছেলের বন্ধুর ওপর রিভলবার, হকিস্টিক, রড দিয়ে আক্রমণ চালায়। রিভলবারের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ সানি সিং- এর। দুজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। এই ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুষ্কৃতী দৌরাত্ম্য কমানোর আর্জি জানান ওই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তন্দ্রা সরকার। তিনি বলেন, ওই অঞ্চলে একদল দুষ্কৃতী এই ধরনের সমাজবিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। তারা প্রশাসনের কাছে বলছেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। কাউন্সিলর শ্রীতম চ্যাটার্জির বাবার অভিযোগ মেনে নেন যে প্রাক্তন কাউন্সিলরের মদতে এইসব হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct