আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা এনডিএ সরকারের অংশ সহ “ধর্মনিরপেক্ষ” রাজনৈতিক দলগুলির বিবেক জাগ্রত করতে ১৭ মার্চ যন্তর মন্তরে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে। বোর্ডের মুখপাত্র এসকিউআর ইলিয়াস জানিয়েছেন, ১৩ মার্চ ধর্না হওয়ার কথা থাকলেও হোলির কারণে ছুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিক্ষোভে অনেক সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র বলেছেন, সতর্কতার সাথে বিবেচনা করার পরে, বোর্ড এই সিদ্ধান্তে এসেছে যে প্রস্তাবিত আইনটি ওয়াকফ সম্পত্তি “দখল” করার পথ প্রশস্ত করবে এবং এটি মুসলমানদের উপর “সরাসরি আক্রমণ” ছিল। আমরা আশা করেছিলাম, সংসদের যৌথ কমিটি আমাদের পরামর্শ আমলে নেবে। কিন্তু আমাদের মতামত বিবেচনা করা হয়নি বা বিরোধী দলগুলোর প্রস্তাবিত সংশোধনীও অন্তর্ভুক্ত করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct