নিজস্ব প্রতিবেদক, ঘুটিয়ারি, আপনজন: ধীরে ধীরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং প্রত্যন্ত গ্রামগঞ্জে গড়ে উঠছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক তদরূপভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার অবহেলিত ঘুটিয়ারি শরীফ এলাকায় শিক্ষার আলো জ্বারিয়ে চলেছে রোজ হ্যাভেন স্কুল। ঘুটিয়ারি শরীফের ‘বেগম রোকেয়া’ মঞ্জু লস্কর প্রতিিইঠত এই স্কুলে শনিবার এক ঝাঁক গুণী ব্যক্তিদের নিয়ে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হল। ঘুটিয়ারি শরীফ রোজ হাভেল স্কুলে রোজ হাভেল স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জু লস্কর অসাধারণ ভাবে কাজ করে চলেছে কয়েকশো বাচ্চাদের নিয়ে তাদের ইচ্ছা আগামী দিনে এই ঘুটিয়ারি শরীফ এলাকায় নারী শিক্ষার জন্য একটি আলাদা প্রতিষ্ঠান করবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণ বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী আদম সফি , আইনজীবী ইমতিয়াজ আহমেদ মোল্লা, সমাজসেবক রুহুল আমিন, মোস্তাক আহমেদ লস্কর প্রমুখ।
ইমতিয়াজ আহমেদ বলেন, ঘুটিয়ারি শরিফের বুকে শিক্ষার বিপ্লব আনতে চলেছেন মঞ্জু লস্কর। ছোট্ট জায়গার মধ্যে যেভাবে ছাত্র-ছাত্রীদের নিয়ে পঠন পাঠন এবং পরিকাঠামো এটা স্বপ্নের বাইরে। মঞ্জু লস্কর আগামী দিনে নারী শিক্ষার অগ্রগতি আনতে আলাদাভাবে একটি নারী শিক্ষার প্রতিষ্ঠান করার উদ্যোগ নেওয়ায় তার ভূয়সী প্রশংসা করেন আদম সফি খান। তিনি বলেন, যেভাবে মঞ্জু লস্কর ঘুটিয়ারি এলাকায় শিক্ষার আলো জ্বালাতে প্রয়াস নিয়েছেন তা বেগম রোকেয়াকে স্মরণ করিয়ে দিচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct