মোল্লা মুয়াজ ইসলাম, রায়না, আপনজন: নদী থেকে ভেসে এলো এক অজ্ঞাতপরিচয় মহিলার মৃতদেহ।রায়না থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করলো । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার নতুন অঞ্চলের দামোদর নদ তীরবর্তী এলাকায়। আজ সকালে স্থানীয়রা প্রথমে মৃতদেহটি দেখতে পান। বিষয়টি নজরে আসতেই তারা দ্রুত রায়না থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রায়না থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে। এরপর মৃতদেহটি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। যদিও এখনো পর্যন্ত মৃত মহিলার পরিচয় সনাক্ত করা যায়নি।
মহিলার মৃতদেহ কীভাবে ওই স্থানে এল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। খুন করে কেউ মৃতদেহটি ফেলে দিয়েছে নাকি জলে ডুবে মৃত্যু হয়েছে কিংবা এটি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। রায়না থানার পুলিশ মহিলার নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct