আপনজন ডেস্ক: সোমবার অনেক আশা নিয়ে আইএসএলর প্রথম ম্যাচে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড জয়ী মহাডেমান স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে ইনজুরি টাইমের গোলে হেরে গেল নর্থইস্ট ইউনাইটেড এফসির কাছে। অতিরিক্ত সময়ের খেলায় আলাদিন আজারাই নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন। তখন আর মাথা তুলে দাাঁড়ানোর মতো সশয় ছিল না মহমেডানের। ফলে, আইএসএলের অভিষেক ম্যাচে হারকে বরণ করে নিতে হয় তাদেরকে। সাদা কালো ব্রিগেডের আন্দ্রে চেরনিশভের ছেলেরা যথেষ্ট লড়াই করেছেন দুটি হাফেই। আন্দ্রে চেরনিশভের বাহিনী ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত নর্থ ইস্টকে আটকে রাখতে পারলেও অতিরিক্ত সময়ের খেলায় শেষ রক্ষা করতে পারেনি। সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারলে যেখানে মহামেডানকে সহজেই জেতার কথা ছিল, সেখানে হেরে যেতে হল। খেলার শেষদিকে অল্পের জন্য অ্যালেক্সিস গোমেজ়ের শট গোলপোস্টের বাইরে না গেলে, তাদেরই জয়ের মুখ দেখার কথা ছিল। বলা যায় নর্থ ইস্ট সে্েটজে মেরে দিয়েছে।
তবে এদিন মহমেডান সেভাবে আক্রমণ দানা বাঁধতে পারেনি। ম্যাচের ৯ মিনিটে, প্রথম আক্রমণ করে নর্থ ইস্ট। বক্সের বাঁদিক থেকে গুইলেরমোর শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তার ঠিক ১০ মিনিট পর, আবার আক্রমণ করে নর্থ ইস্ট। এবার মহম্মদ বেমামেরের শট প্রতিহত হয় মহমেডান রক্ষণভাগের ফুটবলারদের দ্বারা। তবে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মহমেডান একটি ভালো আক্রমণ তুলে আনে। বক্সের বাইরে থেকে শট নেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধেও খেলা বেশ জমে ওঠে। তবে সুযোগ নষ্ট করেন নর্থ ইস্টের পার্থিব গগৈ।
এমনকি, জিতিন পরপর দুটি সুযোগ তৈরি করলেও, গোল করতে পারেননি। যখন মনে হচ্ছিল যে, ম্যাচ হয়ত ড্র হতে চলেছে। ঠিক তখনই চমক। খেলার ৯৩ মিনিটে, থোই সিংহের থেকে পাস থেকে বাঁ-পায়ে শট নেন আলাদিন এবং গোল করে দলকে জয় এনে দেন। নর্থ ইস্ট ইউনাইটেড তাই ভালই কেরামতি দেখাল আইএসএলে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct