আপনজন ডেস্ক: সম্প্রতি রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় হওয়ার পর থেকে রাজ্য মন্ত্রিসভায় রদবদলের জল্পনা শুরু হয়। সেই সঙ্গে প্রশ্ন ছিল মন্ত্রিসভার রদবদল হলে উপনির্বাচনে জয়ী চার বিধায়কের কেউ স্থান পাবেন কিনা। বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল হয়েছে তাতে নতুন কেউ স্থান না পেলেও দফতর বন্টনে অনেকেই বেশি দায়িত্ব পেয়েছেন।
উল্লেখ্য, মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজ্য সরকারে প্রায় ১৫ দিন আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে অনুমতি জন্য পাঠানো হলেও তা মেলেনি। মঙ্গলবার তা মেলায় মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
নবান্ন সূত্রে খবর, মন্ত্রিসভায় রদবদলের ফলে দায়িত্ব বাড়ানো হয়েছেরাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দেওয়া হয়েছে স্বাস্থ্য, পরিবেশ, প্রোগ্রাম মনিটরিং, ভূমি-ভুমি রাজস্ব, উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের দায়িত্ব ৷ গুরুত্ব বেড়েছে ক্ষুদ্র ও সেচমন্ত্রী মানস ভুঁইয়ারও। মানস ভূঁইয়া পেলেন জলসম্পদ উন্নয়ন, সেচ এবং জলপথ পরিবহন দফতরের দায়িত্ব। গোলাম রব্বানিকে দেওয়া হয়েছে অপ্রচলিত শক্তি দফতরের দায়িত্ব ৷ দায়িত্ব বাড়ল বাবুল সুপ্রিয়রও। এতদিন পর্যন্ত বাবুল সুপ্রিয়র হাতে ছিল শুধুমাত্র আইটি অর্থাৎ তথ্যপ্রযুক্তি দফতর। এদিন এর পাশাপাশি তাঁকে দেওয়া হল শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব।
মন্ত্রিত্ব হারানো অখিল গিরির কারা দফতরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, প্রাক্তন কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত এই কারাদফতর মুখ্যমন্ত্রী নিজের কাছে থাকায় অখিল গিরির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া দেওয়া হবে কিনা তা নিয়ে জোর জল্পনা চলছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct