সমীর দাস , কলকাতা, আপনজন: মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণির রেজিস্ট্রেশনের সংশোধনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যে, নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনের জন্য যে তথ্য জমা দেওয়া হয়েছে, তা যদি কোনো কারণে সংশোধন করতে হয়, তবে তা সময়মতো সম্পন্ন করতে হবে। ভুল তথ্য থাকলে, পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষার সময় সমস্যা হতে পারে। এজন্য স্কুলগুলোকে তথ্য যাচাই প্রক্রিয়ায় সতর্কতার সাথে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ১১ নভেম্বর সকাল ১১টা থেকে ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের তথ্য যাচাই এবং পরিবর্তন করা যাবে। এই সময়সীমা পার হলে সংশোধিত তথ্য আর পরিবর্তন করা সম্ভব হবে না, এবং স্কুলগুলিকে ওই সংশোধিত তথ্য সংরক্ষণ করে রাখতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct