অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দুই দল ছাত্রের বচসায় উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট কলেজ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট কলেজে চত্বরে। যদিও বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ দুই পক্ষকে বুঝিয়ে বিষয়টি মিটমাট করে দেন কলেজের প্রিন্সিপাল।
জানাগিয়েছে, কয়েকদিন আগে হিলি কলেজে পরীক্ষা দিয়ে আসার সময় দুই দল ছাত্রের মধ্যে বচসা হয়। সেই বচসা, সেই সময় মিটে গেলেও; এদিন সেই ঘটনার সূত্র ধরেই দুই দল ছাত্র একে অপরের ওপর বাস, লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দুই দল ছাত্র একে অপরের দিকে অভিযোগের তীর ছুড়ে দেয়। এ বিষয়ে শুভ বর্মন নামে এক কলেজ পড়ুয়া জানায়, ‘কয়েকদিন আগে পরীক্ষা দিয়ে ফেরার সময় কয়েকজন মারামারিতে জড়িয়ে পড়েছিল। সেই সময় আমাকেও হুমকি দেয়া হয়েছিল। আজকে বাঁশ দিয়ে আমাকে পেছন থেকে মারা হয়েছে। আমি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। আমি কোন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নই। প্রিন্সিপালের কাছে অভিযোগ জানিয়েছি।’
গৌরব কুমার পাল নামে আরেক ছাত্র জানায়, ‘আমরা গত ২ তারিখে হিলি কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম। ফেরার সময় বাসে তৃতীয় বর্ষের একজন ছাত্র মেয়েদের উত্যক্ত করছিল। সেই সময় প্রতিবাদ করলে আমাদের সাথে বচসায় জড়ায়। যদিও পরে সবকিছু মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু আজ সেই ঘটনায় আমাদেরকে মারধর করা হয়।’
অন্যদিকে, শুভ্রদীপ পাল নামে আরেক ছাত্র জানায়, ‘কয়েকদিন আগে একটি বচসার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় আমি যুক্ত না থাকলেও আজ আমাকে পেছন থেকে বাঁশ দিয়ে মারা হয়েছে। আমরা প্রিন্সিপালের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে বালুরঘাট কলেজের প্রিন্সিপাল ডঃ পঙ্কজ কুণ্ডু বলেন, ‘কয়েকজন ছাত্রের মধ্যে বচসা হয়েছে বলে শুনেছি। বিষয়টি জানতে পেরে কলেজের অশিক্ষক কর্মী, শিক্ষক সহ আমিও ছুটে যাই। যেটুকু জানতে পেরেছি সিক্স সেমিস্টারের পরীক্ষা চলছিল অন্য কলেজে । সেই সময় বাসে বসা নিয়ে কোন একটা ঝামেলা হয়েছিল। তারই বহিঃপ্রকাশ হয়তো আজকে ঘটেছে। আমি দুপক্ষ কে বুঝিয়ে পুরো বিষয়টি মিটমাট করে দিয়েছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct