সাদ্দাম হোসেন মিদ্দে, ক্যানিং, আপনজন: ভোটের মুখে কয়লা পাচার কান্ডে ফের সিবিআই তলব করল ক্যানিং পূর্বর বিধায়ক রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সওকাত মোল্লা কে। বুধবার(২৯ মে ২০২৪) কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় তাঁকে। সিবিআই এর ডাকে এদিন সাড়া দেননি সওকাত মোল্লা।জানা গেছে সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা। সওকাত মোল্লা অনুপস্থিতির কারণ উল্লেখ করে বলেছেন, ১ লা জুন নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৪ টি আসনে। তার মধ্যে ৩ টি আসনে বিশেষ নির্বাচনী দ্বায়িত্ব পালন করছেন তিনি। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকবেন।৪ তারিখ ভোট গণনার পর সিবিআইয়ের কাছে হাজিরা দেবেন বলে জানিয়েছেন সওকাত মোল্লা। উল্লেখ্য কয়লা পাচার কান্ডে এর আগেও সিবিআই তলব করে তৃণমূলের এই বিধায়ককে। নিজাম প্যালেসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct