নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে এই গরমে পরিশ্রুত পানীয় জল ও সুলভ শৌচালয় সমস্যা রয়েছে,সেই ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘুরে দেখলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।হসপিটাল কর্তৃপক্ষ সাথে কথা বলে হসপিটাল চত্বরে রোগী এবং পরিজনদের বাড়তি চাপের জন্য আরও একটি পরিশ্রুত পানীয় জলের ট্যাংকি বসানোর উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। পুরনো পানীয় জলাধার এবং সুলভ শৌচালয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। বুধবার দুপুর ১২ টা নাগাদ পৌর আধিকারিকদের নিয়ে হাসপাতাল চত্বর পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী । এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন -মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পানীয় জল ও শৌচালের সমস্যা রয়েছে।সেই সমস্যা ভুক্তভোগী সাধারণ মানুষ হচ্ছেন সেদিকে নজর রেখে আজ হসপিটাল চত্বর ঘুরে দেখলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণনাইন চৌধুরী ও হসপিটাল কর্তৃপক্ষ।তিনি বলেন পরিশ্রুত পানীয় জলাধার, সুলভ শৌচালয় সংস্কার করার কথা জানান। এছাড়াও জল জমা সমস্যা দূরীকরণে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct