এম মেহেদী সানি, হাবড়া, আপনজন: ১২৫ তম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেমিনার ৷ নজরুল চর্চা কেন্দ্র, শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের বাংলা বিভাগ ও আইকিউএসি, আদর্শ কলেজ অফ এডুকেশনে যৌথ উদ্যোগে আয়োজিত ওই আন্তর্জাতিক সেমিনারে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের একাধিক নজরুল বিশ্লেষকরা ৷ আলোচনা সভার শুরুতে ‘কাজী নজরুল ইসলাম সভাঘর’ উদ্বোধন এবং কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উন্মোচন করেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয় সভাপতি তথা অশোকনগরের বিধায়ক ও উত্তর ২৪ পরগনার সভাধিপতি নারায়ণ গোস্বামী, এ সময় উপস্থিত ছিলেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দিন, শ্রীচৈতন্য মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী প্রমুখ ৷
আলোচনা সভার শুরুতে নজরুল গীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন নজরুল চর্চা কেন্দ্রের শিল্পীরা ৷ এরপর উদ্বোধনী ভাষনে উপস্থিত বিশিষ্টজনদের মন কাড়েন নারায়ণ গোস্বামী ৷ কাজী নজরুল ইসলামের জীবন কাহিনি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষমতা, সম্প্রীতি ভাবনা, সমাজ চেতনা, দেশ প্রেম ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট লেখা এবং ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন নারায়ণ ৷ দেশের বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করে অসাম্প্রদায়িক নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন ৷ রাজনীতিকের পাশাপাশি শিল্পী হিসাবেও পরিচিত নারায়ণ গোস্বামী এ দিন নজরুল গীতি ছাড়াও বিদ্রোহী কবিতার কিছুটা অংশ আবৃতিও করেন ৷
আন্তর্জাতিক আলোচনা সভার প্রথম অধিবেশনে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহিনীমোহন সরদারের সভাপতিত্বে নজরুল ইসলামের জীবনের গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাবুর খান ৷ এক ‘বাউন্ডুলে’র কবি হয়ে ওঠার অকথিত কাহিনী নিয়ে বক্তব্য রাখেন কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর রেজাউল করিম ৷ কবির জীবনের শিক্ষনীয় বেশ কিছু ঘটনা তুলে ধরেন সাহিত্যিক বিনোদ ঘোষাল ৷ আয়োজক সংস্থার পক্ষ থেকে নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড. শেখ কামাল উদ্দিন বলেন ‘নজরুল চর্চা কেন্দ্রে নিরবিচ্ছিন্ন নজরুল চর্চা এবং নবপ্রজন্মকে নজরুল চর্চায় উৎসাহিত করে চলছে’
সেমিনারের দ্বিতীয় পর্বে উপস্থিত নজরুল গবেষকরা গবেষণা সন্দর্ভ উপস্থাপনা করেন ৷ উপস্থিত ছিলেন ড. সোমা ভদ্র রায়, ড. স্বাগতা দাস মহান্ত, ড. পিয়ালি দে মৈত্র, ড. সাইফুল্লাহ শামীম, হাফেজ মোঃ আবু তাহির, শাহজাহান মণ্ডল প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct