মনিরুজ্জামান, বারাসত, আপনজন: শুক্রবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের হাদিপুর ঝিকরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যবস্থাপনায় স্থানীয় হাজী পেট্রোল পাম্পের সামনে এক দাওয়াত এ ইফতার ও আলোচনায় উপস্থিত হয়েছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। এই ইফতার মজলিসে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি সম্প্রীতির বার্তা দেন।তিনি বলেন, ভাইয়ে ভাইয়ের মধ্যে যেন কোনও রকম বিভেদ সৃষ্টি না হয়। আমাদের সবাইকে দেখতে হবে সকল ধর্মের মানুষ যাতে আমরা শান্তিতে থাকতে পারি।বাংলা হল সম্প্রীতির পীঠস্থান।এই দাওয়াত এ ইফতার মজলিশে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল,উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প,বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,রেজাউল আলী, কামালউদ্দিন,আসাদুল হক সানি,আসিফ ইসলাম,সম্পা কাহার,ইয়াদুল ইসলাম, ইয়াচিন গাজী,কেশব পাল সহ আরও অনেকে।প্রায় এক হাজার জন এই ইফতার মজলিশে অংশগ্রহণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct