আপনজন ডেস্ক: ব্রিটেনের মেম্বার অব পার্লামেন্ট (এমপি) এবং হাউস অব লর্ডসের মন্ত্রীরা ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। চিঠিটি পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরুনকেও দিয়েছেন তারা। খবর- দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান প্রতিবেদনে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া ঐ চিঠি ১৩০ জনের বেশি ব্রিটিশ এমপি সমর্থন করেছেন। চিঠিতে ইসরায়েলে অস্ত্র রফতানি নিষিদ্ধের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এ চিঠি লেবার এমপি জারাহ সুলতানার নেতৃত্বে ১০৭ মেম্বার অব পার্লামেন্ট এবং ২৭ জন সহকর্মী স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে সাবেক শ্রম মধ্যপ্রাচ্যমন্ত্রী পিটার হেইন, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ওয়েস্টমিনস্টার নেতা স্টিফেন ফ্লিন, সাবেক ছায়া মন্ত্রী জেস ফিলিপস, সাবেক লেবার নেতা জেরেমি করবিন ও কনজারভেটিভ পের নোশেনা মোবারিক রয়েছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আরো রয়েছেন- পররাষ্ট্র দফতরের স্থায়ী সচিব জন কের এবং লেবার পার্টির সাবেক মন্ত্রী টেসা ব্লাকস্টোন। এছাড়া চিঠিটি ৪৬ লেবার এমপি এবং প্রায় সব এসএনপি সংসদীয় দলের সমর্থন পেয়েছে। চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র রপ্তানির স্বাভাবিক ব্যবসা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। চিঠিতে জাতিসংঘের সাম্প্রতিক তদন্তে পাওয়া যুক্তরাজ্যের নির্মিত অস্ত্র ব্যবহৃতে হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে অস্ত্র বিক্রির ব্যাপারে অন্যান্য দেশের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে। গত সপ্তাহে কানাডা ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct