দেবাশীষ পাল, মালদা, আপনজন: মালদার রূপকার প্রয়াত বরকত সাহেবের সমাধিতে দোয়া পাঠ করে শুক্রবার ভোট প্রচার শুরু করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী। এদিন সাত সকালে তিনি কোতুয়ালি ভবনে বরকত সাহেবের সমাধিতে দোয়াপাঠ করেন। সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম, জেলাপরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান সহ আরও অনেকেই। তাদের সকলকে নিয়ে দোয়া পাঠের পর দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী আনুষ্ঠানিকভাবে ভোট প্রচারে নামেন। মালদার মানুষের জন্য আগামীতে অনেক কাজ করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে বাম-কংগ্রেস জোটের পক্ষে জোর সওয়াল করেন। তবে জোট না হলেও মালদায় কংগ্রেস নিজের শক্তিতে ভোটে লড়তে প্রস্তুত বলে জানান দেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct