আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: নানুর বিধানসভার চন্ডীদাস নানুর অঞ্চলের আগোরতর গ্রামের (নাম - ভুলন সেখ;বয়স-৫০বছর)পরিযায়ী শ্রমিক চেন্নাই তে কাজ করতে গিয়ে ২০২৩ সালের ২১ নভেম্বর তারিখে আকস্মিক মৃত্যু হয়। পরিযায়ী শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে নানুর থানার আগোত্তর গ্রামে পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ,নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বি.ডি.ও, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। অসহায় পরিবারটিকে সবরকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct