আপনজন ডেস্ক: বাবরি মসজিদ মামলার রায়ের পর থেকে দেশের একর একের পর এক মসজিদের উপর হিন্দু পক্ষের দাবি বেড়ে চলেছে। বিশেষ করে উত্তরপ্ররদশে। উত্তপ্রদেশের কাশী, মথুরা কিংবা বারানসীর পর এবার আরও একটি মসজিদ মন্দিরের উপর নির্মাণ করা হয়েছে বলে মামলার শুনানি গৃহীত হল লখনউয়ের জেলা আদালতে। এর আগে বারানসীর জেলা আদালত জ্ঞানবাপি মসজিদের তহখানায় পূজা অর্চনা করার অনুমতি দিয়েছিল। এবার লখনউয়ের জেলা আদালত লখনউয়েরে তেলি ওয়ালি মসজিদ মামলায় মসজিদ পক্ষের পুনর্বিবেচনার আবেদন প্রত্যাখ্যান করেছে এবং বলেছে হিন্দু পতেক্ষর দায়ের করা মামলাটি আদালতে শুনানির জন্য যোগ্য। এর আগে, নিম্ন আদালতে হিন্দু পক্ষ দাবি করেছিল লখনউয়ের তেলি ওয়ালি মসজিদে আওরঙ্গজেবের শাসনামলে লক্ষ্মী ঢিবি ছিল। তার উপরেই একটি মন্দির তৈরি করা হয়েছিল। কিন্তু সেটি ভেঙে একটি মসজিদ তৈরি করা হয়েছে। তাই মসজিদটি হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়ার দাবির আর্জির শুনানি অনুষ্ঠিত হতে পারে। এর বিরুদ্ধে মসজিদ পক্ষ জেলা আদালতে রিভিশন আবেদন করলে আদালত তা খারিজ করে দেন। উল্লেখ্য, মসজিদ পক্ষ আদালতকে বলেছিল যে এই মামলাটি ১৯৯১ সালের উপাসনালয় আইন বিদ্যমান থাকায় এই মামলাটি শুনানির যোগ্য নয়। ওই আইনে বলা আছে, স্বাধীনতার আগে যেসব ধর্মস্থান ছিল, স্বাধীনতা পরবর্তীতে সেই সব ধর্মস্থানের চরিত্র বদল করা যাবে না। কিন্তু বুধবার লখনউ জেলা আদালত তার রায়ে বলেছে যে এই মামলাটি শুনানির যোগ্য। আদালতে শুনানি হয়েছে এবং এই মামলা চলতে হবে। মসজিদের হেফাজতকারী ও সাজ্জাদ নাশিন মাওলানা ফজলুল মানান বলেন, আগে নিম্ন আদালত এই সিদ্ধান্ত দিয়েছিল, যা আমরা জেলা আদালতে চ্যালেঞ্জ করেছিলাম এবং এখন আমরা উচ্চ আদালতে যেতে প্রস্তুত। তিনি হিন্দু পক্ষের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct