সেখ আব্দুল আজিম, চণ্ডীতলা, আপনজন: রবিবার চন্ডীতলা ১ নম্বর ব্লকের কুমির মোড়া গ্রাম পঞ্চায়েত ও ভগবতীপুর গ্রাম পঞ্চায়েত এছাড়া নবাবপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তার নবরূপে শুভ সূচনা করলেন। শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সাংসদ বলেন তার সাংসদের কোটার তহবিল থেকে রাস্তার জন্য টাকা প্রদান করলেন। এই দিন তিনটি পঞ্চায়েতের সহায়তা কেন্দ্র যেখান থেকে জব কার্ডের কেন্দ্রের বকেয়া টাকা পাওয়া ছাড়াও অন্যান্য বিষয়ক তিনি খোঁজখবর নেন সহায়তা ক্যাম্পএ। বিশেষ করে মহিলারা সাংসদের উক্ত ভূমিকায় অত্যন্ত খুশি। তিনি বলেন যারা জব কার্ডের পাওনা টাকা পাননি সকলেই অতি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার এই পাওনা টাকা ব্যাংকের মাধ্যমে আপনারা পাবেন অতি শীঘ্রই। তিনটি গ্রাম পঞ্চায়েতে পরিদর্শন করার সময় পুরুষ ও মহিলারা এছাড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ বিভিন্ন শ্লোগানে স্বাগত জানান সাংসদকে। সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তিনটি গ্রাম পঞ্চায়েতের পরিদর্শন কালে সাথে ছিলেন চন্ডীতলা ১ নম্বর ব্লকের বিডিও এছাড়াও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি এবং জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি মলয় খাঁ সহ-সভাপতি সনৎ শানকি ছাড়াও কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct