রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: অবশেষে শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে ইনডোর চিকিৎসা পরিষেবা। ২০ টি বেড বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রেই মঙ্গলবার থেকেই গর্ভবতী মায়েদের চিকিৎসা থেকে শুরু করে সন্তান প্রসব সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা শুরু হলো। মঙ্গলবার বিকেল নাগাদ সামসেরগঞ্জের পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা পরিষেবা কার্যকলাপের উদ্বোধন করেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। সে’সময় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জ ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন, সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল দাস সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম জানান, পুঠিমারি স্বাস্থ্যকেন্দ্রে আজ মঙ্গলবার থেকে চিকিৎসা পরিষেবা শুরু হল। ২০ বেড বিশিষ্ট এই স্বাস্থ্যকেন্দ্রে সর্বক্ষণ তিনজন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সহ ১৬ জন স্টাফ নিয়োগ করা হয়েছে। তারাই চিকিৎসা পরিষেবা দেবেন। স্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ায় সামশেরগঞ্জের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের সঙ্গে সুতির ওমরপুর পঞ্চায়েত এলাকার বহু মানুষ উপকৃত হবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct