তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: তৃণমূলে টাকা ছাড়া কিছুই হয় না। তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করে তৃণমূলকেই চোর বলে কটাক্ষ করলেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোবারক হোসেন। যদিও হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের যুব সভাপতি মনিরুল আলম বলেন,ভিত্তিহীন কথাবার্তা বলছেন। উনিতো কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে প্রধান হয়েছিলেন। তারপরে আড়াই বছর তৃণমূলের প্রধান হয়ে কাজ করেছেন। এখন আবার কংগ্রেসে ফিরেছে। আগামী ৮ সেপ্টেম্বর রয়েছে হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন। সোমবার বিকেলে মিলনগড় সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে ছিল বাম কংগ্রেসের কর্মীসভা। সেই কর্মীসভায় প্রায় দুই শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূলে যোগদান করেন প্রাক্তন প্রধান মোবারক। ওই দল ত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান কংগ্রেস নেতা মোস্তাক আলম ও বাম নেতা জামিল ফিরদৌস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct