নিজস্ব প্রতিবেদক, হিঙ্গলগঞ্জ, আপনজন: সম্প্রতি হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী তেজেন্দ্রনাথ মন্ডল তাঁর চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। গতকাল কলেজের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানে তেজেন্দ্রনাথ মন্ডল বিশ্ববিদ্যালয়ের শেষ সেমেস্টার পরীক্ষায় কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীকে উপহার দেওয়ার জন্য অধ্যক্ষ শেখ কামাল উদ্দীনের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। তাঁর এই আচরণে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করে। প্রসঙ্গত ১৬ বছর ২ মাস চাকরি করার পর তেজেন্দ্রনাথ মন্ডল গত ৩১শে জানুয়ারি চাকরি জীবন থেকে সরকারিভাবে অবসর নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct