নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: নতুন গাড়ি চালানো শিখতে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক গ্রামবাসীকে পিষে দিল ভূমি দপ্তরের মহরিল।ঘটনায় আতহ মৃতের স্ত্রী সহ তিন মাসের শিশু সন্তান।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর একটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রামশিমূল গ্রামে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃত ব্যক্তির নাম সামিউল হক ওরফে (৪৮)। আহত হয়েছেন মৃতের স্ত্রী আনজুরা খাতুন ও তার তিন মাসের কন্যা সন্তান।আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশিমূল গ্রামের বাসিন্দা তথা হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভূমি ও ভূমি সমষ্টি উন্নয়ন দপ্তরের মহরিল মুন্না আলি নতুন চারচাকা গাড়ি কিনে গাড়ি চালানো শিখছিলেন।এদিন দুপুরে তুলসীহাটা থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন সে।সামিউল হক তার পরিবারকে নিয়ে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন।সেই সময় গাড়ি চালক মুন্না আলি সরাসরি নিয়ন্ত্রণ হারিয়ে বেড়া ভেঙে সামিউল হকের পরিবারকে ধাক্কা মারে।গাড়ির ধাক্কায় সামিউল হকের স্ত্রী আনজুরা বিবি ও তিন মাসের কন্যা সন্তান রক্তাক্ত হয়ে পড়েন এবং সামিউল হককে বাড়ির সামনে থেকে ১০০ মিটার দূরে টেনে হেঁচড়ে নিয়ে যায়।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে সামিউল হকের মৃত্যু ঘটে বলে খবর।ওই দিনমজুরের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct