আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: রাতের অন্ধকারে চাষের জমিতে কুপিয়ে খুন করা হল ৫৮ বছর বয়সি এক বৃদ্ধকে। চাঞ্চল্যকর এই ঘটনার তদন্তে নামল চাপড়া থানারপুলিশ। জানা গেছে, ধানের জমিতে বুনো শুয়োরের উপদ্রব, তাই নিয়ত পাহাড়া দিতে হয় রাতে।গভীর রাতে ধানের জমিতে পাহারা দেওয়ার সময় পাশের কলাবাগানের গাছ নষ্ট করতে দেখে ফেলেন তিন দুষ্কৃতিকে। অপরাধের কথা গোপন রাখতে ধানের জমিতে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।বুধবার সকালে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।মৃত ব্যক্তির নাম সাধন বিশ্বাস (৫৮), পড়শিদের সাথে জমি সংক্রান্ত বিবাদ ছিল দীর্ঘদিনের,জার জেরে এই খুন , এমনটাই পরিবারের দাবি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত।স্থানীয় সূত্রে জানা গেছে,কৃষ্ণনগর পুলিশ জেলার অন্তর্গত চাপড়া থানার দৈয়ের বাজার এলাকায় চাষের জমিতে দীর্ঘদিন ধরে বুনো শুয়োরের উপদ্রব।গভীর রাতে ধানের জমি তছনছ করে দেয় শুয়োর। তাই প্রতিরাতে পাহারা দিতে হয় নিয়ম করে।মঙ্গলবার সন্ধ্যায় ধানের জমি পাহারা দিতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সাধন বিশ্বাস।সকালে সেই জমি থেকেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।মৃতের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস দাবি, ধানের জমির ঠিক পাশেই কলাবাগানে গাছ নষ্ট করছিল দুষ্কৃতরা তা দেখে ফেলাতেই খুন করা হয়েছে সাধন বাবুকে। সাধন বিশ্বাসের রক্তাক্ত দেহ উদ্ধার করে চাপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।মৃতের স্ত্রী পদ্ম বিশ্বাসের অভিযোগ “পড়শীদের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ছিল। সকালে পাশের জমির কাঁটা কলা গাছ পাওয়া গেছে।অনুমান কলা গাছ নষ্ট করার সময় বাবা দেখে ফেলায় স্বামীকে খুন করা হয়েছে”।পরিবারের পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ে করছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।চাপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠিয়েছে।।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct