সুব্রত রায়, কলকাতা, আপনজন: বিজেপি বিধানসভায় এমন হইচই করছে যেন বুধবার শহরে গব্বর সিং আসছে। গব্বর সিং এলে আসুক না। মঙ্গলবার বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিন এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরকে তার নাম না করে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, গব্বরকে বাংলা ভয় পায় না। গব্বর সিংকে উত্তর প্রদেশ ভয় পেতে পারে, রামনগর ভয় পেতে পারে, পশ্চিমবঙ্গ ভয় পায় না। কারণ বাংলার ঘরে ঘরে রয়েছেন বিরু ও জয়রা । সাংবাদিকদের শ্রীরাধা কি মানব বলেন বাংলার রয়েল বেঙ্গল টাইগার মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ রয়েছেন এ রাজ্যে বিজেপিকে ঢুকতে দেবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ সংখ্যা শূন্য হয়ে যাবে বলে ফিরহাদ হাকিম দাবি করেন। শুধু লোকসভা নির্বাচনে নয়, সুদূর ভবিষ্যতে বিজেপির বিধায়কের সংখ্যা পশ্চিমবঙ্গর বিধানসভাতে নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র দাবি করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, যে ইস্যুতে বিজেপি বিধায়করা বিধানসভায় আলোচনা চাইছেন সে বিষয়টি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে। আদালত সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিরোধীদের হাতে কোন ইস্যু নেই ,তাই সংবাদমাধ্যমে নজর কাড়তে বিধানসভায় হৈচৈ পাকাচ্ছে বিরোধীরা। পাল্টা সিধা হাকিম কে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উনি পুরনো জামানা থেকে বেরোতে পারছেন না। উনি জানেন না কিছুদিন আগে একটি সিনেমা এসেছিল যার নাম ছিল গব্বর কামিং ব্যাক। ওই সিনেমাতে দেখানো হয়েছিল যারা বিভিন্ন দুর্নীতি অপরাধের সঙ্গে যুক্ত তাদের ধরে ধরে শাস্তি দিচ্ছেন গব্বর। একথা ঠিক সেই গব্বর আসছেন এ রাজ্যে ।এবার দুর্নীতি পরায়ন বিধায়ক ,নেতা, মন্ত্রীদের ধরে ধরে জেলে পুরবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct