আপনজন ডেস্ক: বিশ্বকাপের প্রথম পর্বে ৯ ম্যাচের সব কটি জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলও স্বাগতিকেরা। সোনালি ট্রফি থেকে দুই ধাপ দূরে থাকা ভারত আগামীকাল মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ফাইনালে ওঠার লড়াই সামনে রেখে বিরাট কোহলি ও ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার টমাস মুলার। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে একটি ভিডিও পোস্ট করেছেন মুলার। সে সময় তিনি ছিলেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখের ট্রেনিং গ্রাউন্ড সাবেনের স্ট্রাসেতে। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের গায়েও ছিল বায়ার্নের অনুশীলন জার্সি। উচ্ছ্বসিত মুলার এরপর তাঁর সামনে রাখা একটি বক্স থেকে ভারতের জার্সি বের করেন, যার পেছনে লেখা ‘মুলার ২৫’। কোহলির উদ্দেশে ভিডিও বার্তায় বলেন, ‘কোহলি এটা দেখো। শার্টটি উপহার দেওয়ায় ভারতীয় দলকে ধন্যবাদ এবং বিশ্বকাপের জন্য শুভকামনা। এটা আমার জন্য আনন্দের। আমি আমার বাগানে ক্রিকেট খেলার চেষ্টা করব।’ এখন প্রশ্ন উঠতে পারে, এত খেলোয়াড় ও দল থাকতে মুলার হঠাৎ কোহলি ও ভারতকে শুভকামনা জানালেন কেন? উত্তরটা হলো ফুটবলে কোহলি জার্মানির সমর্থক। বিশ্বকাপ ও ইউরোর সময় জার্মান দলকে শুভকামনা জানিয়েছিলেন ভারতীয় তারকা। তাঁকে জার্মানির জার্সিও উপহার দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের জার্মান ফরোয়ার্ড টনি ক্রুস।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct