আজিম শেখ, বীরভূম, আপনজন: ঐতিহাসিক ১০৭তম নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে ময়ূরেশ্বর-১ এরিয়ার ডাবুক মজুরহাটি শাখায় মজুরহাটির গরীব মানুষের পাড়ায় রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান। একইসঙ্গে ময়ূরেশ্বর-১ এরিয়ার মল্লারপুর পার্টি অফিসে রক্ত পতাকা উত্তোলন ও লেনিনের প্রতিকৃতিতে মাল্যদান, পত্রিকা বিতরণ এবং পুষ্প নিবেদন করা হয়। এছাড়াও রামপুরহাট ১ এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে একইসঙ্গে উদযাপিত হয়েছে। এই নভেম্বর বিপ্লব। বামফ্রন্টের এই জ্যাঠা আন্দলোন বা নভেম্বর বিপ্লভ কি? মানব ইতিহাসের ধারায় নভেম্বর বিপ্লব এক সম্পূর্ণ ঘটনা। রুশ দেশে এই বিপ্লব সম্পন্ন হলেও নভেম্বর বিপ্লবের আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে। এই বিপ্লব সংঘটিত হয়েছিল ১৯১৭ সালের নভেম্বর মাসে (তৎকালীন রুশ ক্যালেন্ডার অনুসারে অক্টোবর বিপ্লব)। মানব সভ্যতার ইতিহাসে আগেও বিপ্লব সংঘটিত হয়েছে। নভেম্বর বিপ্লব কৃষক সমাজের ঐতিহাসিক ভূমিকার বিষয়টি সামনে নিয়ে এলো। নভেম্বর বিপ্লবে শ্রমিকদের পাশে কৃষকরাএসে দাঁড়ানোয় প্রতিক্রিয়ার সমস্ত বাধাকে অপসারিত করে বিপ্লব সফল হলো। পরবর্তী সমস্ত বিপ্লবী সংগ্রামে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বড় বেশি করে সামনে এলো। নভেম্বর বিপ্লব শিল্পোন্নত দেশগুলির পরিবর্তে কৃষিপ্রধান ও উপনিবেশগুলীতে বিপ্লবী সংগ্রামের কেন্দ্র স্থানান্তরিত করল। বেকারি, অভাব, দারিদ্র, বুভুক্ষা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই সংকটের অবসান পুঁজিবাদ করতে পারে না। আক্রান্ত মানুষের সংগ্রাম দেশে দেশে বৃদ্ধি পাচ্ছে। তবে এই সমস্ত সংগ্রাম সম্মিলিতভাবে পূঁজির শাসনের বিরুদ্ধে সংগ্রামে পরিণত করতে হবে। নভেম্বর বিপ্লবের শিক্ষায় উজ্জিবিত হয়ে সেই লক্ষ্যে অগ্রসর হওয়ার কর্তব্য উপস্থিত হয়েছে। পুঁজিবাদের একমাত্র বিকল্প সমাজতন্ত্র। সমাজতন্ত্রের সংগ্রামে নভেম্বর বিপ্লবই হল, উজ্জ্বল দীপশিখা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct