আপনজন ডেস্ক: অলিম্পিকে ক্রিকেট দেখার অপেক্ষা মনে হয় ফুরাচ্ছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই প্রত্যাবর্তন করতে পারে ক্রিকেট। ১৪ ও ১৫ অক্টোবর ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্বাহী বোর্ডের সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ক্রিকেট অন্তর্ভুক্তি নিশ্চিত হলে ১২৮ বছর পর অলিম্পিকে ফিরবে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে হয়েছিল ক্রিকেট।আজ ২০২৮ অলিম্পিক কর্তৃপক্ষ এলএ ২৮-এর এক সংবাদ বিজ্ঞপ্তিই অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আশা উজ্জ্বল করেছে। ক্রিকেট, বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ—পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করার কথা জানানো হয়ে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে ১০০ বছরের বেশি সময় পর ক্রিকেটকে আবারও অলিম্পিকে দেখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।গ্রেগ বার্কলে, আইসিসি চেয়ারম্যানএ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে। তবে সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে একটু সতর্কও ছিলেন তা করতে গিয়ে, ‘লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নতুন খেলা হিসেবে ক্রিকেটকে অন্তর্ভুক্তির সুপারিশ করায় আমরা খুবই উল্লসিত। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে ১০০ বছরের বেশি সময় পর ক্রিকেটকে আবারও অলিম্পিকে দেখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।’ এর আগে গত ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের চূড়ান্ত করা ২৮টি খেলার মধ্যে ছিল না ক্রিকেট। তবে জুলাইয়ে অলিম্পিকে অন্তর্ভুক্তির জন্য আরও নয়টি খেলার সংক্ষিপ্ত তালিকা করে আইওসি। সেখান ছিল ক্রিকেটের নামও। সেই তালিকাটা ছেঁটে পাঁচে নামিয়েছে আইওসি। শেষ পর্যন্ত ক্রিকেট সুযোগ পেলে সেটি হবে টি-টোয়েন্টি সংস্করণে। নারী-পুরুষ দুই বিভাগেই ছয়টি করে দল সুযোগ পাবে খেলার। একটি নির্দিষ্ট তারিখে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয়টি দল পাবে সেই অলিম্পিকে খেলার সুযোগ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct