আপনজন ডেস্ক: ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও ন্যায়সঙ্গত স্থায়ী শান্তি অর্জনের জন্য সৌদি আরব পাশে আছে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি বলেছেন, ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর সংঘর্ষের ‘বিস্তৃতি’ রোধ করতে তিনি কাজ করছেন। মঙ্গলবার ভোরে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ কথা বলেন। সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।ফিলিস্তিনের হামাস ও ইসরায়েল দ্বন্দ্ব গত শনিবার থেকে চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের পাল্টা হামলায় অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এর মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এই পরিস্থিতিতে ফিলিস্তিনের জনগণের পাশে সব সময় সৌদি আরব আছে বলে প্রেসিডেন্ট আব্বাসকে স্মরণ করিয়ে দিলেন যুবরাজ সালমান। তার কার্যালায় থেকে বিবৃতিতে জানিয়েছে, চলমান উত্তেজনা বন্ধে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে রিয়াদ।বিন সালমানের উদ্বৃতি দিয়ে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য লড়াই করে আসছে। সেই সঙ্গে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct