আপনজন ডেস্ক: বিশ্বকাপ রাউন্ড রবিন লীগের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বিবেচিত হচ্ছে ভারত-পাকিস্তানের লড়াই। গুঞ্জন উঠেছে উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে বিশেষ রঙয়ের জার্সি পরবেন রোহিত-কোহলিরা। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।আগামী ১৪ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভারতীয় গণমাধ্যমগুলো খবর ছড়ায়, পাকিস্তানের মোকাবিলায় জাফরানি রঙয়ের জার্সি পরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেটাররা। স্যাফ্রন বা জাফরানি রঙ কিছুটা কমলা রঙয়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। যা ভারতের পতাকার একটি রং। তবে বিষয়টিকে গুজব বলে দাবি করেছে বিসিসিআই।বোর্ডের কোষাধ্যক্ষ আশীষ শেলার গণমাধ্যমকে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন নীল রঙয়ের জার্সি পরে খেলেছে ভারত, পাকিস্তানের বিপক্ষেও একই জার্সি পরবে তারা। আশীষ বলেন, ‘বিকল্প একটি জার্সি পরে পাকিস্তানের মুখোমুখি হওয়ার খবরটি উড়িয়ে দিচ্ছি আমরা। এই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই, মনগড়া।’ আশীষ বলেন, ‘ম্যান ইন ব্লুরা ভারতের নীল রং পরেই ২০২৩ বিশ্বকাপের সবকটি ম্যাচ খেলবে।’পাকিস্তানের বিপক্ষে জাফরানি রঙয়ের জার্সি না পরলেও ভারতের অনুশীলন কিট এই রঙয়েরই। ২০১৯ বিশ্বকাপে দলগুলোর জার্সির কালারের সাদৃশ্য এড়াতে হোম এবং অ্যাওয়ে কিটের ব্যবস্থা করেছিল আইসিসি। সেবার ভারতের অ্যাওয়ে জার্সি ছিল জাফরানি এবং নীল রঙয়ের মিশেলে তৈরি।ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের একটি ম্যাচে এই স্যাফ্রন জার্সি পরে খেলতে নেমেছিল ভারত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct