সেখ আব্দুল আজিম, নবাবপুর, আপনজন: হুগলির নবাবপুর হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) প্রাঙ্গণে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা। নবাবপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ ফাসিহুর রহমান সিদ্দিকী জানান আজকের পরীক্ষায় চন্ডীতলা-১, চন্ডীতলা-২ ও জাঙ্গিপাড়া ব্লক এবং ডানকুনি পৌরসভার প্রায় অর্ধশতাধিক (৫০) বিদ্যালয় ও মাদ্রাসার তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত ৯৭১ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরীক্ষার্থীদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মলয় খাঁ, চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মাননীয় শেখ মোশারফ আলী, মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক মাননীয় আনিসুর রহমান নস্কর, সভাপতি মাননীয় শফিউদ্দিন মল্লিক, নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক, নবাবপুর হাইমাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct