সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের মাদ্রাসায় বৃক্ষ রোপন করা হল রবিবার। ভাঙড় ২ নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের কাঠজ্বালা-ছেলেগোয়ালিয়া এসএকে খারেজি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন করা হয় এদিন।মাদ্রাসা সূত্রে জানা গেছে এদিন প্রায় ২৫০টি গাছ রোপণ করা হয়েছে। রোপণ করা গাছ গুলির মধ্যে সব গুলোই ছিল সুপারি গাছ।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় কাঠজ্বালা গ্রামের নুরুদ্দিন মোল্লা, সাবির মোল্লা, আসফাকুল মোল্লা, রিয়াজুল মোল্লা; ছেলেগোয়ালিয়া গ্রামের ইসমাইল মোল্লা,আশিক মোল্লা, আলামিন সরদার; আলাকুইলিয়া গ্রামের মুন্নাফ মোল্লা এবং আশপাশের বিভিন্ন গ্রামের ২৪ জন যুবকের অর্থ সাহায্য ও সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়েছে। এদিনের কর্মসূচিতে অংশ নেন শানপুকুর অঞ্চলের প্রধান মিরাজুল ইসলাম ও মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক ইজাজুল। এছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct