আরবাজ মোল্লা, নদিয়া: নদিয়ার শান্তিপুরে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে জন্মধাত্রী মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। নির্মম অত্যাচারের বিচার চেয়ে থানার দ্বারস্থ ৫৫ বছর বয়সী মহিলা। শান্তিপুর ৬ নম্বর ওয়ার্ডের কাশ্যপ পাড়া এলাকার ঘটনা। মা ঝর্ণা রায়ের অভিযোগ, এদিন তার বড় ছেলের সাথে তার কথা কাটাকাটি হয়, এরপরেই তার বড় ছেলে তাকে গালে দুটি চড় মারে। পাশের ঘরে ছিল তার বৌমা, সাথে সাথেই বৌমা এসে তার চুলের মুঠি ধরে বেধড়ক মারতে থাকে তাকে। কেটে যায় শরীরের বিভিন্ন অংশ, ঠোট কেটে রক্ত পাত হতে থাকে, তবুও রেহাই পাননি মা ঝর্ণা রায়। অভিযোগ তারপরও তাকে বিবস্ত্র করে টেনে হিচড়ে বাড়ির বাইরে বের করে দেয় ছেলে ও তার বৌমা। খবর পেতেই ছুটে আসে ছোট মেয়ে শম্পা রায় এসে দেখে মা বিবস্ত্র অবস্থায় গেটের বাইরে পড়ে রয়েছে। দাদা ও বৌদির অত্যাচারের কথা মায়ের মুখ থেকে শুনতে পেয়ে আহত মা ঝর্ণা রায়কে নিয়ে প্রথমে হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। এরপর শান্তিপুর থানার দ্বারস্থ হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে দাদা ও বৌদির নামে। মেয়ে শম্পা রায়ের অভিযোগ, এর আগেও এই ঘটনা একাধিক বার ঘটেছে, পারিবারিক ভাবে মেটনোর চেষ্টা করেছি। কিন্তু আজ সীমার বাইরে। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক, আজকে মাকে যেভাবে মারা হয়েছে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে মা। দোষীদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে মাকে ওরা মেরেই ফেলবে। তবে আহত মহিলা ঝর্ণা রায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct