এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ‘ব্যাটেলিং ইউথ ইস্যুজ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ৷ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ওই আলোচনা সভার আয়োজন করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এসআইও ইউনিট ৷ সাম্প্রতিক সময়ে যাদবপুরের ও আই আই টি খড়গপুরের ছাত্র মৃত্যুর ঘটনা যথেষ্ট উদ্বেগের। সংশ্লিষ্ট বিষয়কে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক সমস্যা, ডিপ্রেশন, অ্যাডিকশন, রেগিং এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধকে সমৃদ্ধ করতে এদিন আলোচনায় অংশ নেন গোবরডাঙ্গা পৌরসভার মেডিকেল অফিসার শাহানুর মন্ডল এবং সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর মোঃ রবিউল ইসলাম । উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির রেজিস্টার ডক্টর নুরুস সালাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সায়েদউল হাসান, গবেষক মিরাজুল ইসলাম প্রমুখ ৷ চাপ, আসক্তি, অবসাদ ও বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্যের অসুস্থতার কারণ এবং এর থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডাক্তার শাহানুর। কলেজ ক্যাম্পাস গুলিতে নৈতিকতা পূর্ণ শিক্ষা ফিরিয়ে আনার জন্য ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের কেমন ভূমিকা থাকা দরকার তা নিয়ে আলোচনা করেন প্রফেসর রবিউল ইসলাম । এসআইও রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক জুবায়ের আহমেদ বলেন, এসআইও সারা রাজ্য জুড়ে “জাগিয়ে নৈতিকতার আলো, শিক্ষাঙ্গনে চলো” এই শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে । ক্যাম্পাস গুলিতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এসআইও’র এই বিশেষ ক্যাম্পেইন বলে জানা গিয়েছে । উপস্থিত ছিলেন এসআইও রাজ্য শিক্ষা সম্পাদক মোঃ মুরসালিন সহ অন্যান্যরা ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct