সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বাংলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে নানা রকমের অভিযোগে জর্জরিত। খাবারের গুনগত মান, পরিমাণে কম,সেন্টার অনিয়মিত ইত্যাদি অভিযোগ তুলে গ্রামবাসীরা অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান।গতকাল বৃহস্পতিবার দুবরাজপুর এলাকার পাকুরিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। সেইরূপ আজ ফের বিক্ষোভের মুখে পড়তে দেখা যায় বীরভূমের রামপুরহাট থানার অন্তর্ভুক্ত দাতপুর উত্তর অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মীকে। সেখানে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে তার সাথে খিচুড়ির মধ্যে জোক পাওয়া গেছে এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।গ্রামবাসী সহ অভিভাবকদের অভিযোগ অঙ্গনওয়ারী কেন্দ্রের নিজস্ব ঘর থাকলেও সেখানে রান্না না করে বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হচ্ছে। আজকে আবার সেই খাবারের মধ্যেই জোক পাওয়া গেছে।সরকারি ভাবে মা ও শিশুদের পুষ্টির জন্য যখন এই ব্যবস্থা তখন কর্মীর অসতর্কতার কারণে উপভোক্তাদের স্বাস্থ্যহানি এমনকি প্রানহানি ও হতে পারে এমন অভিযোগ তোলেন গ্রামবাসীদের মধ্যে খায়রুল হাসান। এদিকে সেন্টারে বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন সিডিপিও। তিনি বলেন অভিযোগ প্রমাণিত হলে কর্মীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct