আপনজন ডেস্ক: ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয় করা ব্যক্তিত্বদের তালিকা প্রকাশ করে থাকে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচকিউ। অভ্যন্তরীণ ও উন্মুক্ত সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা নতুন তালিকায় হপার এইচকিউ দাবি করেছে, ক্রিকেট তো বটেই, এশীয়দের মধ্যেই প্রতি পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করেন বিরাট কোহলি। প্রতিটি পৃষ্ঠপোষক পোস্ট থেকে ভারতীয় ব্যাটিং জিনিয়াসের আয় নাকি ১৩ লাখ ৮৪ হাজার ডলার (১৫ কোটি ১৪ লাখ টাকা)।শিডিউলিং টুলটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ের তালিকায় সব মিলিয়ে কোহলির অবস্থান বিশ্বে ১৪তম। সবার ওপরে ক্রিস্টিয়ানো রোনালদো, দুইয়ে লিওনেল মেসি। ক্রীড়াবিদদের মধ্যে রোনালদো-মেসির পরেই আছেন কোহলি। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় কোহলির অনুসারীর সংখ্যা ২৫ কোটি ৬০ লাখের কাছাকাছি, যা বিশ্বের অনেক দেশের জনসংখ্যার চেয়েও বেশি! বিপুলসংখ্যক অনুসারী থাকায় কোহলির সামনে খুলে গেছে আয়ের নতুন খাত। তাঁর মাধ্যমে বহু মানুষের কাছে পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে চায় অনেক প্রতিষ্ঠান। আর সেটি করতে গিয়ে এখন ইনস্টাগ্রামে পণ্যের প্রচারে অংশ নেন কোহলি। সেটা থেকেই আসে কাঁড়ি কাঁড়ি অর্থ।তবে স্বয়ং কোহলি জানাচ্ছেন ভিন্ন কথা। ৩৪ বছর বয়সী তারকার দাবি, ইনস্টাগ্রাম থেকে তাঁর আয়ের যে খবর বেরিয়েছে, তা মিথ্যা। আজ সকালে টুইটারে কোহলি লিখেছেন, ‘জীবনে যা কিছু পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞ ও ঋণী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আমার আয়ের যে খবরগুলো ঘুরপাক খাচ্ছে, সেসব সত্যি নয়।’ভারতীয় দল এই মুহূর্তে আছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ রাতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে খেলতে নামবে। সফরে কোহলি দুটি টেস্ট ও একটিমাত্র ওয়ানডে খেলেছেন। এশিয়া কাপ দিয়ে দলে ফেরার কথা তাঁর। পাকিস্তানের পর বাংলাদেশও এশিয়া কাপের দল ঘোষণা করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো স্কোয়াড চূড়ান্ত করেনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct