মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আসন্ন বকরি ঈদ উপলক্ষে বৈঠক অনুষ্ঠিত হল খণ্ডঘোষ থানার সগরায় পঞ্চায়েত অফিসের সভাঘরে। খণ্ডঘোষের ওসি সুব্রত বেড়ার তত্ত্বাবধানে খন্ডঘোষ থানার সমস্ত ইমামরা বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে ইমামরা বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন। এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা,দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম সহ খণ্ডঘোষের বিভিন্ন মসজিদের ইমামরা। খণ্ডঘোষের ইমাম সংগঠনের সম্পাদক সদরুল সাহেব কুরবানীতে কি করণীয় তা নিয়ে ইস্তাহার প্রকাশ করেন যেটা প্রশাসনিক কর্তাদের খুবই প্রশংসা পাই। এসডিপিও সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী সমস্ত ইমামদের কাছে অনুরোধ করেন ঈদকে শান্তিপূর্ণ করতে ও দুর্ঘটনা এরাতে অল্পবয়স্ক ছেলেদের মোটরসাইকেল না দেওয়ার। ওইদিন হেলমেট পড়ে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে মোটর বাইক চালালে দুর্ঘটনায় এড়ানো সম্ভব বলে জানান। কারণ ছেলেদের উদ্দাম বাইক চালানো বড় দুর্ঘটনা ডেকে আনে। এতে প্রাণহানির সম্ভাবনাও ঘটে। সিআইসি সুব্রত ঘোষ সমস্ত ইমামদেরকে অগ্রিম ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানান। ওসি খণ্ডঘোষ সুব্রত বেরা ইমামদেরকে নিজের ফোন নাম্বার দেন প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করার জন্য। খণ্ডঘোষের ইমামরা বলেন, খণ্ডঘোষ এলাকা সর্বদা শান্তি সম্প্রীতির জায়গা। এখানে বকরিদ নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। তারা নিজেরাই আহ্বান করেন সোশ্যাল মিডিয়ায় কোন কুরবানি সংক্রান্ত পোস্ট না করার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct