আপনজন ডেস্ক: দু’দিন সফরের শেষদিনে মিশরের আল-হাকিম মসজিদ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি মিশরের কায়রোতে অবস্থিত ১১ শতাব্দীর এই ঐতিহাসিক ও সংস্কৃতিক নিদর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আল-হাকিম মসজিদ ভারত ও মিশরের এক সমৃদ্ধ ঐতিহাসিক ও সংস্কৃতিক নিদর্শন। মসজিদটি শতাব্দী পুরোনো ঐতিহ্য হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও এই মসজিদটি ধর্মীয় ও ভারতীয় ও মিশরীয় সংস্কৃতির মেলবন্ধন প্রদর্শন করে এবং ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্বের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। মোদি তার এই সফরে মিশরের হেলিওপোলিস ওয়ার গ্রেভ সিমেট্রি পরিদর্শন করে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মিশরের পর্যটন ও পুরাতত্ত্ব মন্ত্রক সূত্রে খবর, সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শতাব্দী প্রাচীন আল হাকিম মসজিদটি। দীর্ঘ ৬ বছর পর সম্প্রতি সেটি চালু হয়েছে। দাউদি বোহরা সম্প্রদায়ের কাছে আল হাকিম মসজিদ অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই নরেন্দ্র মোদীর সঙ্গে দাউদি বোহরা সম্প্রদায়ের এক গভীর সম্পর্ক রয়েছে। ২০১১ সালে দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান সৈয়দেনা বুরহানুদ্দিনের ১০০ তম জন্মদিনেও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। তারপর ২০১৪ সালে বুরহানুদ্দিনের প্রয়াণে তাঁর ছেলে সৈয়দেনা মুফাদ্দাল সইফুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নরেন্দ্র মোদী মুম্বইয়ে যান এবং শোকজ্ঞাপন করেন। এবার মিশর সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর আল হাকিম মসজিদ পরিদর্শন যে দাউদি বোহরা সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ক্ষেত্রে বিশেষ বার্তা দেবে, তা বলা বাহুল্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct